মুণ্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত হুগলি, পরিদর্শনে মিতালী বাগ
Mundeswari dam burst flooded Hooghly, Mithali Bagh visited

Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : বুধবার সকাল থেকে মুণ্ডেশ্বরী নদীর জল ঢুকতে শুরু করেছে আরামবাগের হরিণখোলা, মলয়পুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। নদির জলে প্লাবিত হচ্ছে হুগলির পুরশুড়াও।
জানা যায়, আরামবাগের দুই পঞ্চায়েত এলাকার বেশ কয়েক জায়গায় বাঁধ ভেঙে এবং বাঁধ উপচে এদিন জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। তার জেরে প্লাবিত হচ্ছে দুই পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম। জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। আতঙ্কিত এলাকার মানুষ। সকাল থেকেই নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছে বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও মানুষ কে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে।
মানুষের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন আরামবাগের সাংসদ মিতালী বাগ। তিনিও মানুষকে সচেতন থাকতে আবেদন করেন। এদিন সকাল থেকে মুণ্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরশুড়াও। পুরশুড়াতেও ইতিমধ্যেই প্লাবিত হয়েছে একাধিক পঞ্চায়েত এলাকা। কয়েকদিনের টানা বৃষ্টির পর গতকাল ডিভিসির জল ছাড়ার কারণে এই পরিস্থিতি বলে জানা যায়।