শিশু পাচারের অভিযোগে উত্তরপাড়া থেকে এক চিকিৎসককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ
Mumbai Police arrests doctor from Uttarpara on charges of child trafficking

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: শিশু পাচারের অভিযোগে উত্তরপাড়া থেকে এক চিকিৎসককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। অভিযুক্ত পেশায় দাঁতের ডাক্তার। উড়িষ্যার একটি হাসপাতালে কাজ করেন তিনি। তার কাছ থেকে দুটি শিশুকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বাই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল গতকাল উত্তরপাড়ায় আসে। ওই থানায় একটি অভিযোগের তদন্তে। উত্তরপাড়া থনার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া জ্ঞানেন্দ্র এভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেফতার করে। তার কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশু।
ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গিয়েছে। উড়িষ্যার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসাবে কাজ করেছেন। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বাই পুলিশ। শুক্রবার ভোরে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
একই মামলায় মুম্বাই থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয় বলে খবর মুম্বাই পুলিশ সূত্রে। উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, মুম্বাই পুলিশের দলটি এসে থানায় রিকুইজিশন দেয়। একটি মামলায় তল্লাসী অভিযান চালানো হবে। মুম্বাই থেকে যারা ধরা পরে তাদের কাছ থেকে উত্তরপাড়ার যোগ পায় পুলিশ।