মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুকেশ আম্বানি, করলেন ‘মমতা দিদি’ ডাকের ব্যাখ্যা
Mukesh Ambani praises Chief Minister, explains 'Mamata Didi' call

Truth of Bengal: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। ‘মমতা দিদি’ ডাকের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মমতা সরকারের আমলে অর্থনীতি ও বাণিজ্যে নবজাগরণ দেখছে বাংলা।” এদিন বাংলায় রিলায়েন্সের বিনিয়োগের খতিয়ানও তুলে ধরেন তিনি।
বাংলার প্রতি মুকেশ আম্বানির আস্থা
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে বুধবার সকালে কলকাতায় পৌঁছন মুকেশ আম্বানি। সম্মেলনের মঞ্চ থেকে তিনি বাংলার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মমতা দিদি’ বলে সম্বোধন করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মমতা মানেই সহানুভূতি, আর দিদি মানেই এক অবিশ্রান্ত নেত্রী, যিনি সকলের জন্য বিরামহীনভাবে লড়াই চালিয়ে যান।”
রিলায়েন্সের বিনিয়োগের খতিয়ান
মুকেশ আম্বানি জানান, ২০১৬ সালে প্রথমবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময়ের তুলনায় রিলায়েন্সের বিনিয়োগ এখন ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলায় রিলায়েন্সের মোট বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। এর ফলে রাজ্যে কর্মসংস্থান হয়েছে ১ লক্ষ মানুষের।
বাংলায় ডিজিটাল ও টেকনোলজির প্রসার
মুকেশ আম্বানি বলেন, বাংলাই ছিল জিও-র পথচলার সূচনা। বর্তমানে রাজ্যে ১৩০০টি জিও স্টোর রয়েছে এবং আগামী বছর আরও ৪০০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া, বাংলায় এআই-রেডি ডেটা সেন্টার স্থাপন এবং দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন গড়ার কথাও জানান তিনি। মুকেশের ভাষায়, “সোনার বাংলার জন্য সোলার বাংলা তৈরিই রিলায়েন্সের লক্ষ্য।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলায়েন্সের এই বিশাল বিনিয়োগের জন্য মুকেশ আম্বানি ও তার পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলার উন্নয়নে রিলায়েন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আরও বিনিয়োগের আশা রাখছেন তিনি।
সব মিলিয়ে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানির উপস্থিতি ও বিনিয়োগের ঘোষণা বাংলার শিল্প ও প্রযুক্তির ভবিষ্যৎকে নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।