রাজ্যের খবর

আজ পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ৭৫ হাজার বয়স্কদেরকে সম্মাননা প্রদান করবেন সাংসদ

MP Abhishek Banerjee will give honors to 75,000 senior citizens.

The Truth Of Bengal : রাজ্যের শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি থাকবেন নিজের লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় ৭৫ হাজার বয়স্কদেরকে সেখান থেকেই বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলান যুবক সংঘের মাঠে প্রবীন্দের সম্মাননা প্রদান করবেন রাজ্য তৃণমূলের সেনাপতি। লোকসভার ডায়মন্ড হারবারের সংসদ হিসেবে দশ বছর পূর্ণ হয়েছে অভিষেকের। এই উপলক্ষেই দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শনিবার লেখা হয়, “আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে অভিনন্দন। দশ বছর ধরে মা মাটি মানুষের সেবা করে চলেছেন। আপনার কথা দিয়ে কথা রাখা এবং মানুষের জন্য ভাবনা ও পাশে থাকা আমাদের উদ্বুদ্ধ করেছে”।

ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে সেই মঞ্চ। এই কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। রবিবার এই অনুষ্ঠানে কোন রকমই খামটি রাখতে চাইছেন না স্থানীয় নেতৃত্বরা। রবিবার সভার কারণে শনিবার সভাস্থলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন বিষ্ণুপুরের বিধায়ক ও মন্ত্রী দিলীপ মন্ডল সহ অন্যান্য নিরাপত্তা রক্ষীরা। প্রসঙ্গত ২০২৩ সালের ১০ই নভেম্বর ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয়া সম্মেলনে অনুষ্ঠান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০২৪ সালে নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় ৭৫ হাজার প্রবীর নাগরিককে নিজের উদ্যোগেই বার্ধক্য ভাতা প্রদান করবেন তিনি। এবার সেই কথা রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই রবিবার পৈলান ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রবীনদের ভাতা প্রদান করা হবে।

তৃণমূল কংগ্রেসের দেড় লক্ষাধিক সক্রিয় কর্মীর সহায়তায় প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকেই প্রত্যেক মাসে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই কর্মসূচির কথা ঘোষণা করার পর থেকেই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার বিভিন্ন এলাকায় রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। এ দুটি পর্যায়ে প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার জন্য আবেদন পত্র জমা করেছেন। এরপর তৃণমূলের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

FREE ACCESS

Related Articles