রাজ্যের খবর

টানা বৃষ্টিতে পাহাড়ে ধস,বন্ধ বাংলা সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক

Mountain collapse due to continuous rain, closed Bangla Sikkim National Highway No. 10

The Truth Of Bengal: একটানা বৃষ্টির কারণে পাহাড়ে নতুন করে ধস। এবং বন্ধু বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে। যার কারণে ১০ নম্বর জাতীয় সড়কের ২৮ মাইলে নতুন করে ধস পরে। এবং বন্ধ হয়ে যায় যান চলাচল‌।

অন্যদিকে, সিকিমে যাওয়ার জন্য 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে ধস নামার পর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ৷ জানা গিয়েছে তবে ধসের পরিমাণ বেশি হওয়ায় এখনই স্বাভাবিক করা হবে না জাতীয় সড়কে যান চলাচল ।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস সরানো কাজ। প্রসঙ্গত বুধবারই ৪০ দিন পর ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচল শুরু করে। কিন্তু এরপরেই নতুন করে ভূমিধসের জেরে বন্ধ হয়েছে লাইফলাইন। অন্যদিকে কালিম্পংয়ে চলছে মুষলধারায় বৃষ্টি। ফলে কার্যত ব্যহত স্বাভাবিক জনজীবন।

Related Articles