রাজ্যের খবর

দুষ্টুমি করায় নিজের সন্তানকে ফাঁস লাগিয়ে ‘খুন’ করল মা!

Mother hanged her child for mischief and "murdered"!

Truth Of Bengal: কুসন্তান যদি বা হয়,কুমাতা কভু নয়। এবার দেখা গেল উলটপূরাণ। সন্তানকেই হত্যা করল মা।এমনই হতবাক করা ঘটনা ঘটল নরেন্দ্রপুরের খেয়াদহের মৌলিহাটিতে। ছেলে দুষ্টুমি করায় মা  তনুজা মণ্ডল সেই ছেলেকে শান্ত করার চেষ্টা করে। তবুও সে কথা না শোনায় রেগে যায় মা।মেজাজ হারিয়ে সোজা সন্তানকে গলায় ফাঁস লাগিয়ে দেয় তনুজা।আট বছরের ছেলেকে খুন করে কম্বল চাপা দিয়ে রেখে দেয় ঘাতক মা।নিঃশব্দে সন্তান খুনের পর  বিষয়টি চেপে যায় সে।  জন্য ঠাকুমা নাতি গোপালের খোঁজখবর শুরু করে।  শেষে  গোপালের  ঠাকুমা এসে দেখে নাতি দেবজিত কম্পল চাপা অবস্থায় পড়ে রয়েছে। আট বছরের শিশুর নিষ্প্রাণ দেহ দেখে সন্দেহ হয় ঠাকুমার। জানাজানি হতেই শোরগোল পড়ে যায়।খবর পেয়ে পুলিশ আসে।গ্রেফতার করা হয় তনুজা মণ্ডলকে। খুনের কথা কবুল করে অভিযু্ক্ত মা। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনা দেখে অনেকেই বলছেন,মা হওয়া কী মুখের,কথা যে বোঝে না সন্তানের ব্যথা। তাই ঘাতক মায়ের কঠোরতম শাস্তি চায় প্রতিবেশীরা।

স্থানীয়রা আরও জানিয়েছেন, খেয়াদহের মৌলিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল, তাঁর স্ত্রীর নাম তনুজা মণ্ডল। তাঁদের দুটি পুত্র সন্তান হয়। মাত্র ছ’-সাত মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বড়ছেলে   দেবজিতের বয়স আট। সে স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। শনিবার সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে গেলে, বাড়িতে ছেলেকে নিয়ে একাই ছিলেন তনুজা।সেই সুযোগেই মা  ছেলেকে খুন করে  বলে স্থানীয়রা অভিযোগ করছে।

এলাকার মানুষ ভাবতেও পারছে না, একজন মা হয়ে কীকরে সে সন্তানকে হত্যা করতে পারে। কোনও মানসিক টানাপোড়েন না অন্যকোনও কারণ সবটাই খতিয়ে দেখতে পুলিশ।

Related Articles