রাজ্যের খবর

সন্তানের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মা

Mother committed suicide by hanging her child

The Truth Of Bengal : মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটে আগরপাড়ার পীরতলা এলাকায় । মৃতদের নাম দিয়া সান্যাল ও মৌসুমী সান্যাল ।

সূত্রের খবর অনুযায়ী , মেয়ে দিয়া সান্যালকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন তিনি । তারপর নিজে আত্মঘাতী হন মা । সকালবেলায় রজত সান্যাল বাজার করতে গিয়েছিলেন। আর সেই সময় বাড়ির দরজায় তালা লাগিয়ে ঘরের ভেতরে এই ঘটনা ঘটে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় , খড়দহ থানার পুলিশ । তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে এখনো পুলিশের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি ।

Free Access

Related Articles