রাজ্যের খবর

মা ও শিশু দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা ? তদন্তে পুলিশ

Mother and child body recovery, murder or suicide? Police investigating

The Truth Of Bengal :  মা ও শিশু রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে  বীরভূম জেলার অন্তর্গত মল্লারপুর সংলগ্ন এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলেকায়।

সূত্রের খবর, বীরভূম জেলার অন্তর্গত মল্লারপুর সংলগ্ন এলাকার কানাচি গ্রামে শুক্রবার সকালে আদিবাসি পাড়ায় মা ও শিশু রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয়রা তাড়াতাড়ি পুলিশে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে দেহ দুটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মা এবং শিশু দুজনকেই মৃত বলে ঘোষণা করে। এদিকে স্থানীয় প্রতিবেশীদের অনুমান মা ও ছেলেকে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। এদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।

 

Related Articles