রাজ্যের খবর
রাজ্যের তিন কেন্দ্রে ৬৬ শতাংশের বেশি ভোট পড়ল ৩টার মধ্যে
More than 66 percent of the votes were cast in the three centers of the state by 3 pm

The Truth of Bengal: বিকেল তিনটা পর্যন্ত রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। বিকেল তিনটা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৭.২১ শতাংশ। এরপর আলিপুরদুয়ার। বিকেল তিনটে পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬৬.২৩ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ। সন্ধ্যে ছটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। অন্য রাজ্য গুলোকে টেক্কা দেবে বাংলা মনে করা হচ্ছে।