জঙ্গলমহলের জেলায় ৬০০’র বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ, কীভাবে করবেন আবেদন
More than 600 Vacancies of Anganwadi Workers and Helpers in Jangalmahal District, How to Apply

The Truth Of Bengal: জঙ্গলমহলের জেলা বাঁকুড়া। সেখানে তৈরি হয়েছে বিপুল পরিমাণ কর্মসংস্থানের উপায়। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় ৬০০’র বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে চাকরির বিজ্ঞাপন জারি করা হয়েছে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। ১৯৮৯ সালের ১৮ জুলাইয়ের পর জন্ম হলে আবেদন করা যাবে। তবে ২০০৬ সালের ১৮ জুলাইয়ের আগে জন্মাতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর আর ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউয়ের তারিখ পরে জানানো হবে। সে জন্য বাঁকুড়া জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট “https://bankura.gov.in/” এর দিকে নজর রাখতে হবে।
ওয়েবসাইট মারফত নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে তা সম্পূর্ণ পূরণ করে ১৬ আগস্টের মধ্যে সরাসরি গিয়ে সিডিপিও দফতরে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র খামের মধ্যে ভরে তা আঠা দিয়ে আটকে সরাসরি গিয়ে জমা দিতে হবে। ইমেইল বা ডাকযোগে আবেদন করা যাবে না।