রাজ্যের খবর

মোদির গ্যারান্টি পুরোটাই ভাঁওতা, প্রধানমন্ত্রী আসলে মিথ্যাচার করছেন,সরব মমতা

Modi's guarantee is all lies, the Prime Minister is actually lying, Sarab Mamata

The Truth of Bengal: দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে এসে বলছেন,বিনা পয়সায়  ঘরে ঘরে গ্যাস দিচ্ছেন,বিনামূল্যে রেশন দিচ্ছেন,আসলে উনি কিছুই দিচ্ছেন না। এভাবেই মোদিকে চড়া সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকদায় দলীয় প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে বিজেপির প্রচারের নানা অসত্য তথ্য তুলে ধরে তীক্ষ্ন ভাষায় বেঁধেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মতে, প্রধানমন্ত্রী   এত বড় মিথ্যেবাদী! জুমলা! তিনি প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেন না।

বছরে ২কোটি চাকরি দেওয়ার কথা দিলেও এখনও দেননি। উনি তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। জনতার উদ্দেশ্যে মমতার প্রশ্ন,১৫টাকা কেন,১ লক্ষ টাকা দিয়েছেন ? আপনারা কী টাকা পেয়েছেন ?জনতার সমস্বরে উত্তর ছিল না ।এরপর তিনি গণবন্টন ব্যবস্থাকে দুর্বল করা নিয়ে মুখ খোলেন বিজেপি বিরোধী শিবিরের সর্বোচ্চ নেত্রী।তাঁর প্রশ্ন, ‘রেশন তিনি দিলে ২ বছরে ১৪ হাজার কোটি টাকা দিতে হত। ৯ হাজার দেয় রাজ্য।

৭ হাজার দেয় কেন্দ্র। ২ বছর ধরে দেননি। ১৬ হাজার, ১৬ হাজার করে ৩২ হাজার টাকা রাজ্যকে দিতে হয়েছে। রাজ্যকেই সমস্ত রেশনের অর্থ দিতে হয়।মোদির ধর্ম নিয়ে রাজনীতিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, রামকৃষ্ণ-বিবেকানন্দের যে ধর্ম আপনারা কী মানেন ? তাহলে জনতার মঞ্চে এসে বিতর্কে অংশ নিন।একইসঙ্গে মতুয়াদের ভোট নেওয়ার জন্য হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের নাম নিচ্ছেন প্রধানমন্ত্রী সেই অভিযোগও করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

Related Articles