মোদির বিদায় নেওয়া উচিত, শাহের ইউটিলাইজেশন সার্টিফিকেটের যুক্তি খন্ডন করে বঞ্চনা ইস্যুতে সোচ্চার মমতা
Modi should quit, Mamata outspoken on deprivation issue, rejecting Shah's utilization certificate argument

The Truth Of Bengal : মেমারির সভায় অমিত শাহ অভিযোগ করেন,২লক্ষ ২৯হাজার কোটি টাকার হিসেব দেয়নি পশ্চিমবঙ্গ সরকার।ইউটিলাইজেশন সার্টিফিকেট না মেলায় বাংলাকে কেন্দ্র টাকা দিতে পারছে না। মোদি সরকারের নম্বর-টুয়ের এই বক্তব্য মালদার সভায় খন্ডন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার চ্যালেঞ্জ,১২বছরে একটি প্রকল্পেও অব্যবহৃত ফান্ড নেই ,মিথ্যে কথা বলছেন অমিত শাহ। ক্যাগের তথ্য তুলে ধরে কেন্দ্রকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো।
রাজ্যে সিএএ-এনআরসি চালু করতে দেওয়া হবে না বলেও শাহকে মুখের মতো জবাব দেন মমতা।তিনি বলেন,বিজেপি বাংলার উন্নয়ন দেখে হিংসে করে,বাংলার বিজেপি নেতারা কেন্দ্রকে টাকা দিতে বারণ করেন প্রকাশ্য সভায়।একথা সারা রাজ্যের মানুষ দেখেছে,এখন মোদি,শাহরা বাংলায় এসে মিথ্যাচার করে মানুষকে ভুল বোঝাচ্ছেন।
তাই কেন্দ্র টাকা না দিলে আগামী দিনে ১১লক্ষ বাড়ি তৈরি করে দেবে।আর মোদি সরকার যদি বাংলার মানুষকে বাড়ি না দিতে চায় তাহলে তাঁদের বিদায় নেওয়া দরকার বলেও মন্তব্য করেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী