রাজ্যের খবর

উত্তরবঙ্গের রেল দুর্ঘটনায় শোক প্রকাশ মোদি-মমতার

Modi-Mamata express grief over North Bengal railway accident

The Truth Of Bengal: উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা। সোমবার শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সকাল পৌনে নটা নাগাদ শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরই এক্স হ্যান্ডেল এ টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে দ্রুত ডিএম এসপিদের যাওয়ার কথা টুইটে উল্লেখ করেন তিনি। দুর্ঘটনা স্থল খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা মুখ্যমন্ত্রীর।

উত্তরবঙ্গের রেল দুর্ঘটনার পর এক্স হেন্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন তিনি।

ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা রেলমন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণবের। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, উত্তরবঙ্গের দুর্ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনাস্থলে উদ্ধার কার্য চালাচ্ছে রেল, এনডিআরএফ, এসডিআরএফ। ঘটনাস্থলে পৌঁছছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

দুর্ঘটনার খবর পাওয়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব। রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সুস্মিতা।

রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব।ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে বাড়তে পারে মৃত্যু মিছিল এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কিভাবে একই ট্র্যাকে দুটি গাড়ি ঢুকে পড়ল তার তদন্ত শুরু করেছে রেল। সিগন্যালিং এর সমস্যা নাকি চালকের গাফিলতি? উঠছে একাধিক প্রশ্ন।

Related Articles