হলদিয়ার সভা বাতিল মোদির, তমলুক-ঘাটালের জন্য বক্তৃতা ঝাড়গ্রাম থেকে
Modi cancels Haldia meeting

The Truth Of Bengal : সোমবার চারটে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে হলদিয়ায় বাতিল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা বাতিল। অন্যদিকে, ঘাটাল এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্যও এদিন সভা করার কথা ছিল মোদির। আবহাওয়ার খারাপ থাকায় সেই দুটি সভাতেই যেতে পারেননি তিনি। অব্য ঝাড়গ্রামে নির্ধারিত সভা করেন তিনি। সেই সভা থেকে ঘাটাল এবং তমলুক কেন্দ্রের ভোটারদের উদ্দেশে ভাষণ দেন। আবহাওয়া খারাপ হওয়ায় প্রধানমন্ত্রীর কপ্টার হলদিয়ায় আসতে পারেনি।
একদিকে রাজ্যে চলছে পঞ্চম দফার ভোট। সেই ভোটের দিন রাজ্যে এতগুলি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু, আবহাওয়া খারাপ থাকায় শুধুমাত্র ঝাড়গ্রামের সভায় উপস্থিত হতে পারেন তিনি। ঝাড়গ্রামের সভায় মোদি জানান, আবহাওয়ার কারণে হেলিকপ্টার যেতে পারেনি হলদিয়ায়। এক সঙ্গে তাই দুই সভা করছেন। ‘তমলুকবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী’ বলে জানান ঝাড়গ্রামের সভায়।
ঝাড়গ্রামের সভা ভার্চুয়াল মাধ্যমে দেখানো হয় হলদিয়ায়। এলইডি স্ক্রিনে চালানো হয় ঝাড়গ্রামের সভা। হলদিয়ার সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। লোকসভা ভোটে এই রাজ্যে প্রচারে এর আগে বেশ কয়েকবার এসেছেন প্রধানমন্ত্রী। বেশি আসন জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে পরের পর সভা করে যাচ্ছেন। এর আগে সব সভা নির্বিঘ্নে হলেও এই প্রথম আবহাওয়ার জন্য নির্ধারিত সভা করতে পারলেন না মোদি।