রাজ্যের খবর

শান্তিপুরে মোবাইল দোকানে ইটের দেওয়াল কেটে চুরি, উধাও সতাধিক ফোন

Mobile shop in Shantipur robbed of brick wall, more than 100 phones missing

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুর শহরে মোবাইল ফোনের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা। মোবাইলের দোকানের ইটের দেওয়াল কেটে প্রায় আড়াইশো মোবাইল ফোন লুট করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বাইগাছিপাড়া এলাকায়। দোকানের কর্মীরা শনিবার সকালে সময়মতো দোকান খুলতেই রীতিমতো অবাক হয়ে যান। তারা দেখেন, গোটা দোকানে একটাও মোবাইল ফোন অবশিষ্ট নেই।

ঘটনার বর্ণনায় কর্মীরা জানান, আগের দিন রাতে দোকানের শাটার বন্ধ করে তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন সবাই। কিন্তু সকালে দোকান খুলতেই দেখা যায়, সিসি ক্যামেরার তার কেটে রাখা হয়েছে। দোকানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের খালি বাক্স। এরপর নজরে আসে, দোকানের ইটের দেওয়াল কেটে ভিতরে ঢোকার চিহ্ন। কর্মীদের অনুমান, দুষ্কৃতীরা পরিকল্পনা করেই দেওয়াল কেটে দোকানে প্রবেশ করে এবং রাতের অন্ধকারে পুরো দোকান প্রায় খালি করে দেয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দোকানের মালিক এবং কর্মীদের সাথে কথা বলে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির পিছনে প্রশিক্ষিত চক্রের হাত রয়েছে। দোকানের সিসিটিভি ক্যামেরা অকেজো করার পাশাপাশি দেওয়াল কেটে নির্বিঘ্নে ঢুকে পড়া এবং পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। আশপাশের দোকান ও রাস্তাগুলোর ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য। পাশাপাশি দোকানের আশপাশে কারা ঘোরাফেরা করছিল, সে বিষয়েও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, রাত্রিবেলা এলাকার টহলদারি আরও জোরদার করা উচিত ছিল। দিনের পর দিন এই ধরনের অপরাধের আশঙ্কা ছিল, কিন্তু নজরদারির অভাবে দুষ্কৃতীরা সুযোগ পেয়ে গেল বলে মনে করছেন অনেকে।

 

 

Related Articles