রাজ্যের খবর

স্কুলের অনুষ্ঠানে এসে ক্লাসরুম সংস্কারে অর্থ বরাদ্দ বিধায়কের

MLA's allocation of money for classroom renovation

The Truth of Bengal: স্কুলের অনুষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ক্লাসরুম সংস্কারের দাবি শুনে অনুষ্ঠান মঞ্চ থেকে তিন লক্ষ টাকা আর্থিক বরাদ্দ ঘোষণা বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধায়কের এই উদ্যোগকে ধন্যবাদ জানায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অনুষ্ঠানে এসে স্কুলের দুর্দশার কথা শোনা মাত্রই ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

বারুইপুর রানা বেলিয়াঘাটা হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতার আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ক্লাসরুম সংস্কারের কথা তুলে ধরলে। প্রধান শিক্ষকের কথা শোনা মাত্রই মঞ্চে দাঁড়িয়ে প্রাইমারি স্কুলের ক্লাসরুম সংস্কারের জন্য অতিসত্বর তিন লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

বিধায়ক তহবিল থেকে এই অর্থ স্কুল সংস্কারের কাজে ব্যবহৃত হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত বিশেষ প্রদর্শনী ‘ভেঙে ফেল লৌহ কপাট’ শুভ উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও জেলে তাদের কিভাবে নির্যাতন চালানো হতো কিভাবে তারা ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন সেই সমস্ত বিস্তারিত তুলে ধরা হয়।

Related Articles