যাত্রার মঞ্চ কাঁপালেন বিধায়ক উত্তম বারিক
MLA Uttam Barik shakes the stage of the procession

Truth Of Bengal: যাত্রাপালায় দুরন্ত অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিক। পটাশপুর বিধানসভার সাউথখণ্ড অঞ্চল চকমথুরি গ্রামে মঞ্চে অভিনয় করতে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে। রাজনীতির মঞ্চ থেকে এবার যাত্রার মঞ্চে দেখা গেলদাপুটে নেতার দাপুটে অভিনয়। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও তাঁকে অনেকবার মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে।
উত্তম বারিক অভিনীত যাত্রাপালার নাম ‘মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে’। এই যাত্রাপালায় সংসারে পুত্রবধূর দাপট এবং শাশুড়ি দুর্দশার বিষয় দেখানো হয়েছে। সেখানে প্রতিবাদী এক দাদার চরিত্রে অভিনয় করেছেন জেলা পরিষদের সভাধিপতি।
ছোটবেলা থেকেই যাত্রাপালায় অভিনয়ের শখ রয়েছে তাঁর। গ্রামের বাড়িতে গিয়ে বেশ কয়েকবার যাত্রায় অভিনয় করেছেন। শাসকদলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের সঙ্গে ‘কন্যাশ্রী’ সিনেমায় দিঘায় গিয়ে শ্যুটিং করেছেন উত্তম। তবে রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম সামলে গত চার-পাঁচ বছর ধরে যাত্রায় অভিনয় করার সুযোগ হচ্ছিল না। এবার নিজের বিধানসভা এলাকার আয়োজিত যাত্রায় অভিনয়ের ডাক পেয়ে তিনি তা আর ফেরাননি।দীর্ঘদিন বাদে এলাকার বিধায়কের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গ্রামবাসীও।