জীবিত মানুষকে মৃত! ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের
MLA found fake voter in hariharpara

Truth Of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই যাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে সমস্ত ‘ভূতুড়ে ভোটার’ কে খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা । এই আবহে ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের। কারণ, তিনি দেখতে পান জীবিত রফিকুলকে ভোটার তালিকায় রয়েছেন মৃত।
প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ ভোটার তালিকা হাতে নিয়ে হরিহরপাড়া, খিদিরপুর সহ কয়েকটি অঞ্চলে বাড়ি বাড়ি যাচ্ছেন। আর তখনই দেখতে পান জীবিত মানুষ ভোটারের তালিকায় রয়েছেন মৃত। অন্যদিকে কিছুদিন আগেই নিয়ামত শেখ এলাকা এলাকায় পরিদর্শনে বেরিয়ে নজরে পড়ে ফজলুল শেখ নামে এক ব্যক্তির এপিক নাম্বারের সঙ্গে কর্নাটকের এপিক নাম্বারের পুরোটায় মিল। ওই ব্যক্তি ছিলেন ডল্টনপুরের বাসিন্দা। এরপরেই ভোটার তালিকায় আজব কান্ড নজর পড়ল নিয়ামত শেখের।
বলা বাহুল্য, রোজা রেখেই পায়ে হেঁটে এলাকা এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ। সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ নেতা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রতিদিন ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ। আর তখনই উঠে আসছে একের পর এক ভোটারদের নামের তালিকা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ‘ভোটার তালিকার বুথভিত্তিক, ঠিকানাভিত্তিক স্ক্রুটিনি চলবে।‘ এরপরেই গত ৬ মার্চ সদ্য গঠিত ৩৬ সদস্যের কোর কমিটি ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হয়। সেখানে ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ নিয়ে বিস্তর আলোচনা।