রাজ্যের খবর

জনসংযোগে বেরিয়ে বিপওি! ড্রেনে পড়ে পায়ে চিড় ধরল বিধায়কের

MLA falls into drain while out on PR trip! He breaks his leg

Truth Of Bengal: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ কর্মসূচি বিপত্তিতে পড়ল। বৃহস্পতিবার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়ে নর্দমায় পড়ে গিয়ে পায়ে চোট পেলেন তিনি। দুর্ঘটনার পরেও কিছুক্ষণ জনসংযোগ চালিয়ে যান অসিত। তবে পায়ে ফোলা এবং যন্ত্রণা বেড়ে যাওয়ায় ব্যান্ডেলের এক অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখানে এক্স-রে করার পরে জানা যায়, পায়ের হাড়ে চিড় ধরেছে।

বৃহস্পতিবার সকালে দেবানন্দপুরের ব্যান্ডেল কলাবাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন অসিত মজুমদার। অবৈধ জলের সংযোগ এবং জল চুরির অভিযোগ নিয়ে এলাকাবাসীর অভাব-অভিযোগ শুনছিলেন তিনি। এমন সময় একটি নর্দমার স্ল্যাব ভেঙে বিধায়ক পড়ে যান। তাঁর পা নর্দমার ভাঙা অংশে ঢুকে যায়। সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষী এবং তৃণমূল কর্মীরা তাঁকে ধরে তোলেন।

বিধায়ক জানান, দুর্ঘটনার পরেও তিনি জনসংযোগ চালিয়ে যান, তবে যন্ত্রণা বাড়ায় চিকিৎসকের কাছে যেতে বাধ্য হন। চিকিৎসক ওষুধ দিয়ে এক মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

অসিত মজুমদার বলেন, “দেবানন্দপুর এলাকায় অবৈধ জলের সংযোগ রয়েছে। মানুষ জল পাচ্ছেন না, তাই তাঁদের অভিযোগ শুনছিলাম। সেই সময় হঠাৎ ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে যাই।”

উল্লেখ্য, নভেম্বর মাস থেকে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন অসিত মজুমদার। মূলত গত লোকসভা ভোটে পিছিয়ে থাকা এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন তিনি। এর আগেও বিভিন্ন জায়গায় জনসংযোগের সময় তাঁকে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তবে বিধায়ক বলেন, “মানুষ ক্ষোভ দেখাচ্ছেন না। বরং তাঁরা আমাকে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।”

এই ঘটনা বিধায়কের কর্মসূচিতে সাময়িক বাধা সৃষ্টি করলেও তিনি জানিয়েছেন, শীঘ্রই কাজ চালিয়ে যেতে প্রস্তুত হবেন।

Related Articles