টবের মধ্যে ২ লাখের আম! কেরামতি দেখালেন মালদার বাসিন্দা
Miyazaki Mango farming in malda

- মিয়াজাকি আম
- মালদা
- আমের চাষ
The Truth of Bengal: বাগানে নয়, টবের মধ্যেই জাপানের মিয়াজাকি আম চাষ করছেন মালদার ব্যবসায়ী। বিশ্বের সব থেকে দামী আমের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবীররঞ্জন দাস।তাঁর সেই টবের আমই এখন পরিশ্রম ছাড়া ফলছে । বিদেশী আম, সুগার, কোলেস্টরেল কমানোয় তা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এ এক সখের আমচাষ। যার হাত ধরে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন মালদার ব্যবসায়ী প্রবীররঞ্জন দাস।.সাধারণতঃ জাপানেই চাষ হয় মিয়াজাকি আম। গয়নার থেকেও দামী। বিশ্ববাজারে যার বর্তমান দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। এখন সেই মূল্যবান আমই ঢবে চাষ করছেন মালদার মালঞ্চ পল্লীর প্রবীররঞ্জন দাস।
তাতেই কামাল করছেন সখের এই আম চাষি। আমের জেলা মালদায় তাঁর অন্যরকম এইঅ আমের চাষ জেলার মানুষের কাছেও আলাদা আকর্ষণ বয়ে আনছে। কারণ এই আবহাওয়ায় মিয়াজাকি আম চাষ করা বেশ মুশকিল। তবুও তিনি বাংলাদেশ থেকে এই আমগাছ কিনে এনেছিলেন। গতবছর ৮০০ টাকার বিনিময়ে মিয়াজকি গাছ কিনে আনেন। সেই চারা গাছ কিনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলেন। গাছের বাড়বাড়ন্ত দেখে আরও একটি গাছ এবছরই তিনি লাগিয়েছেন।
https://truthofbengal.com/travel/offbeat-tourist-place-at-south-24-parganas/27158/
গত বছরের লাগানো গাছটি এক বছরের মধ্যেই অনেকটাই বেড়ে উঠেছে। এবছর তাতে ফলেছে তিনটি মিয়াজাকি আম। তার মধ্যে এখনও দুটি রয়েছে গাছে এবং একটি খেয়ে ফেলেছেন তিনি। সেই গাছকে সন্তান স্নেহে মানুষ করে এখন মন ভরাচ্ছেন আমপ্রিয় মানুষের। কেমন স্বাদ সেই মিয়াজাকির? পছন্দের পাতে তার কদর কেন বাড়ছে? সেই ব্যাখাও দিয়েছেন তিনি। শুধুমাত্র গোবর সার দিয়েই তিনি মিয়াজাকি আমের ফলন করে দেখিয়েছেন। এখন আম চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই আমচাষি বলছেন, মিয়াজাকি চাষ করে অন্যরাও লাভবান হতে পারেন।