বিবাদের জেরে বাড়িতে আগুন লাগায় দুষ্কৃতিরা! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও পুলিশ
Miscreants set house on fire over dispute! Fire engine and police at the scene

Truth Of Bengal: পুরোনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় বাবু আনসারি সহ বেশ কিছু দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনিস্টিল এলাকার নহদরী গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন রাতে ওই এলাকার বেশ কিছু যুবক প্রথমে স্থানীয় বাসিন্দা মজবুল আনসারকে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। তারপরে তাঁদের একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
মজবুল আনসারের অভিযোগ, তাঁর বাবা গ্রামের মোড়ল। সে কারণে স্থানীয় বাবু আনসারী সহ বেশকিছু যুবক একটি জমি সংক্রান্ত ব্যাপারে তাঁদের পক্ষে বিচার করার জন্য অভিযোগকারীদের চাপ দেয়। কিন্তু রাজি না হওয়ার জন্য এই আক্রমণ করা হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকার একটি জমিকে কেন্দ্র করে এর আগেও দুপক্ষের মধ্যে অশান্তি হয়েছে। সঙ্গে জানিয়েছে এর আগেও একটি বাড়িতে আগুন লাগানো হয়েছিল।