রাজ্যের খবর

অলৌকিক ঘটনা , নদিয়ায় পুকুরে ভেসে উঠলো পাথরের কালী প্রতিমা

Miraculous event, black idol of stone floated in river pond

The Truth Of Bengal, নদিয়া : আবারো এক অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠলো পাথরের প্রতিমা । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয় বাসিন্দার জানান , রোববার পুকুর পরিষ্কার করার কাজ হচ্ছিল। কিন্তু তখন এই মূর্তি কোন রকম ভাবেই কারোর নজরে পড়েনি।

সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । তারপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা । কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পুজো অর্চনার কাজও ।এবং দুধ দিয়ে প্রতিমাটিকে অভিষেক ও করা হয়। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের।

এলাকার বাসিন্দাদের একাংশদের দাবী এই মূর্তি তারা পুজো করবেন, এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো চালিয়ে যাবেন।

Free Access

Related Articles