রাজ্যের খবর

গোবরডাঙ্গায় নাবালিকাকে একাধিকবার ধ*র্ষণ, গ্রেফতার ১

Minor raped multiple times in Gobardanga, 1 arrested

Truth of Bengal: আলিপুরদুয়ারের জয়গাঁর পর এবার তালিকায় যুক্ত হল আর এক নাম গোবরডাঙ্গা। যেখানে  একাধিকবার নাবালিকাকে ধ*র্ষণের অভিযোগ উঠছে। এই ঘটনায় নাবালিকার পরিবার জানিয়েছেন, ভয় দেখিয়ে একাধিকবার ধ*র্ষণ করে ৪২ বছরের সুনীল রায়। মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই গোটা ঘটনা জানাজানি হয়।

ধ*র্ষণের ঘটনায় পরিবারের তরফে গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পুলিশের তরফে হেফাজতের আবেদন চেয়ে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে  অভিযুক্তকে। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।

ধ*র্ষণের ঘটনায় নাবালিকা জানিয়েছে ঘটনার কথা যদি জানাজানি হয় তাহলে তার মা-বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি পরন্ত দেওয়া হয়েছিল। একের পর এক হুমকি দিয়ে নাবালিকা কে বারবার ধ*র্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে সুনীল রাযয়ের বিরুদ্ধে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আলিপুরদুয়ারের জয়গার এক নাবালিকাকে ধ*র্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে নাবালিকা দেহ উদ্ধার হয় আর ওই দিনই ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে নেপাল সীমান্ত থেকে পুলিশ গ্রেপ্তার করে। জয়গা থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। নাবালিকাকে ধ*র্ষণ, খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে ধৃত তিন অভিযুক্তকে ইতিমধ্যেই আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ।

Related Articles