পুলিশের বড় সাফল্য, নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার ভিনদেশি নাবালিকা, গ্রেফতার ২
Minor girl rescued from forbidden area, 2 arrested

Truth Of Bengal: নদিয়ার শান্তিপুরের যৌন পল্লী থেকে উদ্ধার হল এক নাবালিকা। রাজ্য পুলিশ এবং চাইল্ড লাইনের যৌথ অভিযানে এই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। জানা গিয়েছে, ওই নাবালিকা বিদেশি। প্রথমে তাঁকে কলকাতার সোনাগাছিতে নিয়ে আসা হয়। এরপর পরবর্তীতে শান্তিপুরে যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে কাজ নামানো হয়েছিল। জোর করে আটকে রেখে যৌন কাজ করানোর অভিযোগ আসে চাইল্ড লাইনের কাছে। তাতেই উদ্ধার হয় নাবালিকা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কড়া পদক্ষেপে আবারো বড়সড়ো সাফল্য পেল রাজ্য পুলিশ। বিদেশি এক নাবালিকাকে যৌন কর্মে লিপ্ত করার অভিযোগ উঠেছিলো এক বিদেশি নাবালিকার পরিবারের তরফে। এর জেরে রাজ্য পুলিশের উদ্যোগে শুরু হয় অন্তরতদন্ত।
এরপর লোকেশন ট্র্যাক করে গতকাল রাতে ওই নাবালিকাকে শান্তিপুর থেকে উদ্ধার করা হয়। নাবালিকার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হয়। ওই নাবালিকা কে যৌনকর্মী হিসেবে ব্যবহার করানোর জন্য স্থানীয় এক ব্যক্তিকে আশ্রয় দাতা হিসেবে ব্যাবহার করার হয়েছিলো। তার বিরুদ্ধেও তদন্তে নেমেছে পুলিশ।