হরিপাল থেকে ময়নাপোতা রাস্তার নবনির্মাণের জন্য শিলান্যাস করলেন মন্ত্রী বেচারাম মান্না
Minister Becharam Manna laid the foundation stone for the reconstruction of Haripal to Mainapota road

Truth Of Bengal: সোমবার সকালে হুগলির হরিপালের উরিয়া বাজার সংলগ্ন এলাকার হরিপাল থেকে ময়নাপোতা রাস্তাটি নবরূপে নির্মাণের জন্য শিলান্যাস করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না। হরিপাল অঞ্চলের এই রাস্তাটির সংস্কারের জন্য সাধারণ মানুষ বারবার স্থানীয় পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের কাছে আবেদন করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রীর উদ্যোগে রাস্তাটির পুনর্নির্মাণ এর সোমবার থেকে শুরু হলো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি নির্মাণ শেষ হয়ে গেলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে উপকার হবে। এছাড়াও সামনে পুজো এই পুজোর সময় রাজ্য সরকারের পক্ষ থেকে যত বেহাল রাস্তা রয়েছে সেগুলোকে নতুন করে নমস্কার করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্য রাজ্য সরকার তাদের যে উন্নয়ন যজ্ঞের ধারা অব্যাহত রাখতে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।