রাজ্যের খবর

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Migrant worker dies while working in another state

Truth Of Bengal: মুম্বইয়ের নাগপাড়া দুটাকিতে জলের ট্যাঙ্কে নেবে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজন শ্রমিকের । তাদের মধ্যে একজন  বাংলার ঈমানদার শেখ।  তাঁর বাড়ি বড়ঞা থানার হড়িবাটি গ্ৰামে।  ১০ মার্চ  মধ্যরাতে কফিনবন্দি দেহ বাড়িতে ফিরতেই পরিবার ও গ্রামের লোকজন শোকস্তব্দ ।

দিন কয়েক পরেই খুশির ঈদ।  রোজা মাস তারই মাঝে বিষাদের ছোঁয়া বইছে ঈমানদারের পরিবারসহ গ্রাম জুড়ে। পরিবার সূত্রে দাবি, গত তিন দিন আগে মুম্বইয়ের নাকপাড়া দুকাটি এলাকায় ঘটে দুর্ঘটনাটি। মৃত এই ঈমানদার শেখ মুর্শিদাবাদের বাসিন্দা।

বাড়ি থেকে গত ৪০ দিন আগে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে রওনা দেন মুম্বয়ে। তবে গত তিন দিন আগে একটি জলের ট্রাঙ্কে ঈমানদার  নামে। তারপর সে উঠতে না পারলে তাকে বাঁচাতে আরো দুইজন নামে।  কিন্তু শেষরক্ষা আর হল না।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় পরিযায়ী  শ্রমিকের। মৃত্যুর খবর পরিবার ও গ্রামে আসতেই শোকের ছায়া নেমে পড়ে গ্রামে। বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগেও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের।

Related Articles