স্কুটিতে চড়ে ভোট প্রচার মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা
Midnipur Trinamool candidate Sujoy Hazra campaigning on a scooty

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে শাসক দলের ভোট পদপ্রার্থী সুজয় হাজরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ভোট প্রচারে। অন্যান্য প্রার্থীদের মত হুডখোলা গাড়ি বা স্করপিওতে চেপে নয়, নিজেই স্কুটি চালিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। মঙ্গলবার কর্ণগড় মা মহামায়ার পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, এলাকায় সাধারণ মানুষের কাছে যান সরকারের উন্নয়নের নিরিখে তাকে জনমত দেওয়ার জন্য। একেবারেই গ্রামের সাদামাটা আর পাঙ্কজন মানুষের মতোই মোটরবাইক চালিয়ে গ্রামে-গ্রামে, পাড়ায়-পাড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন।
সেই সঙ্গে তিনি আশ্বাস দিচ্ছেন সরকারের সমস্ত ধরনের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কান্ডারী হিসেবে সব সময় তাদের পাশে থাকবেন। গ্রামে গ্রামে গিয়ে বৈঠকের সরেন তৃণমূল প্রার্থী। তবে এই ধরনের একেবারে সাদামাটা পার থেকে পেয়ে খুশি এলাকার মানুষও। ভোটে কি ফলাফল হয়েছে দিকেই তাকিয়ে সকলেই।