রাজ্যের খবর

গুণধর স্ত্রীর কীর্তি! স্বামীকে ঘরবন্দি করে আগুন লাগিয়ে চম্পট বউয়ের

Merit of a good wife! House arrest the husband and set fire to the wife

The Truth Of Bengal :  বাড়ির মধ্যে দেদার নাক ডেকে ঘুমোচ্ছিলেন স্বামী। আর সেই সুযোগকে কাজে লাগালো গুণধর স্ত্রী। দরজা বন্ধ করে আগুন লাগিয়ে পালালো স্ত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত ছোট হাজারপুর গ্রামের বাসিন্দা মান্নার শা। রবিবার দুপুরে মান্নার নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় তার স্ত্রী রেজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। শুধু তাই নয় এরপর তালা লাগিয়ে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই মহিলা। এমনই অভিযোগ উঠেছে মান্নারের স্ত্রীর বিরুদ্ধে। মান্নারের স্ত্রীর নাম রেজিনা। এরপর কিছুক্ষনের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এরপর স্থানীয়রা আগুন লাগার ঘটনা দেখতেই প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টায় হাত লাগান। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় এলাকাবাসীরা দমকল এ খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এসেই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি থানার পুলিশ। মান্নার জানান, ” আমি দুপুরে খাওয়ার পর ঘুমোচ্ছিলাম। সেই সময় আমার স্ত্রী দরজা বন্ধ করে তালা মেরে আগুন ধরিয়ে দেয় বাড়িতে। এরপর সে পালিয়ে যায়। আমি দীর্ঘক্ষন চিৎকার করে লোকেদের জানানোর চেষ্টা করি। এরপর আশপাশের ছেলেরা দৌড়ে এসে আমাকে কোনরকম ভাবে বাঁচায়। ” ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles