রাজ্যের খবর
ভোটের বঙ্গে চড়ছে পারদ, মুর্শিদাবাদের লালগোলায় বোমা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী
Mercury rises in polling station, bomb recovered in Lalgola of Murshidabad, local residents panic

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ : লালগোলা তে এবার প্রায় ৮ থেকে ১০ টি সকেট বোমা উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মুর্শিদাবাদ জেলার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে একটি কালর্ভাটের তলায় দুটি ব্যাগে প্রায় ৮থেকে ১০টি তাজা সকেট বোমা রাখা হয়েছে। দেখামাত্রই স্থানীয় থানা এবং ওই গ্রামের মেম্বারকে জানান। সকলেই ওই স্থানে আসেন। নিরাপত্তার জন্য ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম ডিস্পোজাল টিমকে। কে বা কারা বেমা গুলি কি উদ্দেশ্যে ঐ স্থানে মজুত রেখেছিল সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।