রাজ্যের খবর

মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও!

Men can rise to the mother land!

The Truth Of Bengal : মাতৃভূমি লোকাল মানেই সেখানে অবাধে বিচরণ মহিলার। কিন্তু আপনিকি জানেন এবার পুরুষরাও পাবেন মাতৃভূমিতে অবাধে ওঠার সুযোগ। তবে এই সুযোগ  থাকছে সীমিত সময়ের জন্য।

বৃহষ্পতিবার রাত থেকে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার দরুন অনেকে ট্রেন বাতিল রয়েছে। যারফলে কার্যত দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। যেমন কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে আগামী তিন দিনের জন্য। যার ফলে মাতৃভূমি লোকালে উঠতে পারবে পুরুষেরাও।  রেলে তরফ থেকে জানানো হয়েছে রবিবার বেলায় দুটো পর্যন্ত এক থেকে পাঁচ নম্বর শিয়ালদহ প্ল্যাটফর্মে সংস্কারের কাজ চলেবে। আর তার জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও ,সাধারণ মানুষের হয়রানি আটকাতে শিয়ালদা থেকে বাড়তি বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যে সরকারকে। রেলর তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত একাধিক শিয়ালদা-সিউড়ি মেমু লোকাল বাতিল করা হয়েছে । বেশ কিছু ট্রেন দমদম পর্যন্ত আসবে । তারপরে সেগুলি আবার ডানকুনি পর্যন্ত যাবে । আরো জানা গিয়েছে, শিয়ালদা রানাঘাট আপ ও ডাউন লাইনে। তাছাড়াও শিয়ালদা মধ্যমগ্রাম , শিয়ালদা দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা বারাসাত জংশন, শিয়ালদা দত্তপুকুর, শিয়ালদা বনগাঁ আপ ডাউন লাইনো, বাতিল হয়েছে একাধিক ট্রেন।

Related Articles