বন্যা দুর্গতদের পাশে ‘আওয়ার এনার্জি অভিষেক ব্যানার্জি’ সংগঠনের সদস্যরা
Members of 'Our Energy Abhishek Banerjee' organization next to the flood victims

Truth Of Bengal : “আওয়ার এনার্জি অভিষেক ব্যানার্জি সংগঠনের” সদস্যরা বন্যা কবলিত এলাকায় দূর্গতদের পাশে ত্রাণ নিয়ে পৌঁছালেন। আমতা দু’নম্বর ব্লকের ঘোড়া বেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতে বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দিলেন। রবিবার হাওড়া শিবপুর থেকে ত্রাণ নিয়ে রওনা দেয় আওয়ার এনার্জি অভিষেক ব্যানার্জি সংগঠনের সদস্যরা।
যুবনেতা সুপ্রভাত মশাট বলেন দিল্লি কিম্বা আলিমউদ্দিনের সেলিব্রেটি কেউ নেই বন্যা দুর্গতদের পাশে , আছে হাওয়াই চটি। অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের পাশে থাকার চেষ্টা করলেন তারা। জল আস্তে আস্তে এলাকা থেকে নামতে শুরু করলেও এখনো অল্পবিস্তর জল আছে। তবে বন্যার জল ঢুকে ওই সব এলাকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার স্বাভাবিক জনজীবন অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। জল কাদা মারিয়ে মা মাটি মানুষের স্লোগানকে পাথেয় করে মানুষই সর্ব শেষ কথা তাই মানুষের পাশে দাঁড়াতে হাওড়া শিবপুর থেকে ওই দুর্গত এলাকায় পৌঁছালেন।