একাধিক দাবি নিয়ে মিটিং ডুয়ার্সের চা বাগান মজদুর ইউনিয়নের
Meeting with multiple demands of Duars Tea Garden Labor Union

Truth Of Bengal: চা বাগান শ্রমিকদের একাধিক দাবিকে নিয়ে গেট মিটিংয়ে সামিল হলো চা বাগান মজদুর ইউনিয়ন।
সোমবার সংগঠনের তরফে ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে ওই গেট মিটিং করা হয়। গেট মিটিংয়ের পর সংগঠনের তরফে একটি দাবীপত্র বাগান ম্যানেজারকেও দেওয়া হয়।
এদিন সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে প্রায় দুই ঘন্টা ধরে চলে গেট মিটিং। গেট মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগদান করে।
চুক্তি অনুযায়ী বাগান শ্রমিকদের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানো হয়। এই দিনের এই গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন চা বাগান শ্রমিক নেতা জিয়াউর আলম, কর্নে বাহাদুর লামা সহ অন্যান্যরা।
সাম্প্রতিক সময়ে চা বাগান শ্রমিকদের একাধিক দাবির ভিত্তিতেও এদিন সোচ্চার হন সংগঠনের নেতৃত্বরা। এদিন তারা যে সমস্ত দাবিগুলি তুলে ধরেন তা হল, বর্তমানে চা পাতা তোলা এবং স্প্রে করার জন্য মেশিনপত্র ব্যবহারের ফলে কর্মসংস্থানের ক্ষতি যাতে না হয় তা দেখতে হবে না এবং মেশিনপত্র দিয়ে যারা কাজ করছেন সেই সমস্ত শ্রমিকদের দৈনিক মজুরি বাড়াতে হবে। সময় মত শ্রমিকদের যাবতীয় সরঞ্জাম যেমন রুমাল, ত্রিপল, ছাতা, জুতো, লাইট যাবতীয় প্রদান করতে হবে।