রাজ্যের খবর

কোজাগরী লক্ষী পুজোয় দেবীর আরাধনায় মাতোয়ারা জলপাইগুড়িবাসী

Matwara Jalpaiguri residents worship the Goddess in Kojagri Lakshmi Puja

Truth Of Bengal : জলপাইগুড়ি : বৃহস্পতিবার সকালে জেলাজুড়ে কুয়াশার আমেজ। ভোর থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি। কুয়াশার কারণে ঠান্ডার আমেজ লক্ষ্য করা যায়। আর এই আবহাওয়াতে অনেকটাই স্বস্তিতে জেলাবাসী। যদিও বেলা বাড়ার পর থেকে কুয়াশা উধাও হয়েছে এবং দেখা মিলেছে সূর্যের। এদিকে এদিন সকাল থেকেই চলছে কোজাগরী লক্ষী দেবীর আরাধনা। জেলায় বিভিন্ন গৃহস্থের ঘরে ঘরে শঙ্খ, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন ঘরের লক্ষীরা। উল্লেখ্য বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুদিন লক্ষ্মী পূজোর লগ্ন রয়েছে। লগ্ন অনুযায়ী দুদিন ধরেই চলছে লক্ষীপূজা।

Related Articles