রাজ্যের খবর

মাটিগাড়ায় এলাকায় পৃথক দুটি চুরি, গ্রেফতার ৩

Matigaray area Theft

The Truth of Bengal: মাটিগাড়ার দুটি পৃথক দুটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গত মাসের ৩০ তারিখে বাস্তুবিহার এলাকায় শত্রুগণ সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে জলের পাম্প কাঁসা-পিতলের বাসন গ্যাস সিলিন্ডার সহ নানা সামগ্রী চুরি যায়।

এরপরেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মানব বর্মন ও বিপ্লব রায়কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গতমাসের ২২ তারিখ পল্লবী লামা নামে ঝাওগিরি এলাকার এক বাসিন্দার বাড়িতে থেকে একটি কম্পিউটার,গ্যাস সিলিন্ডার,জলের পাম্প সহ নানা সামগ্রী চুরি যায়।

লিখিত অভিযোগের ভিত্তিতে নেমে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করে। ধৃত তিনজনকেই বুধবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles