মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদারের উদ্যোগে শুরু দোল উৎসব
Mathurapur Lok Sabha Trinamool candidate Bapi Halder started the Dol Utsav

The Truth Of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জি, মথুরাপুর: সোমবার সকাল থেকেই মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদারের উদ্যোগে দোল উৎসব হয়। বিভিন্ন জায়গার সাধারণ মানুষদের সঙ্গে দোল উৎসবে মাতলেন বাপি হালদার। র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন বাপি হালদার।যার ফল মিলবে ভোটবাক্সে, এমনই মত তৃণমূল নেতাদের।
জানা গিয়েছে, সোমবারদিন মথুরাপুর ১নম্বর ব্লকের বটিশ্বর এলাকায় দোল উৎসব কর্মসূচির পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মথুরাপুর ১নম্বর ব্লক এলাকাগুলিতে সোমবার সকালে র্যালি ও পরে দোল উৎসবের অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্বরা যোগ দেন। ফলে, বোঝাই যাচ্ছে এই দোল উৎসবের আবহাওয়াতে নেতারা নিজেদের সম্পৃক্ত করে জনসংযোগে ঝাঁপাচ্ছেন। বাপি হালদার বলেন এটা রঙের উৎসব। সকল জাতি, বর্ণের মানুষ এই উৎসবে শামিল হয়েছেন। আমাদের দলের কর্মীরাও এর থেকে বাইরে নন। তাঁরাও নিজের নিজের এলাকায় অনুষ্ঠান করেন।এতে অবশ্যই জনসংযোগ হবে।, প্রতিবছর আমরা এই সময়টা নিজেদের মধ্যে আনন্দে কাটাই।
এই দিন এক তৃণমূল কর্মি বলেন যেহেতু আমরা ২৪ ঘণ্টা রাজনীতি করা লোক, তাই আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও জানাব। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, যেভাবে ভোটের আগে তৃণমূল তাদের কর্মসূচি করছে তাতে ভোট বাক্সে ব্যাপক ফলাফল মিলবে।