প্রসূতি মৃত্যুকে উত্তেজনা হাসপাতালে, ভাঙচুরের ঘটনায় আটক ৭
Maternal death in Ansanju Hospital, arrest in case of vandalism 7

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আবারও প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে! চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির পরিবার সরব হয়। রবিবার রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রসূতি রিনা খাতুনের বাড়ি মেদিনীপুর কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামে। এই ঘটনাকে কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে আসে পুলিশ। কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে পুলিশ। উত্তেজনা ছড়ানো ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ৭ গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সন্তান সম্ভবা রিনা খাতুন শুক্রবার হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়। এরপর সন্তান প্রসবের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা রোগীর বাড়ির লোককে জানিয়ে দেয়। রবিবার রাতে মৃত্যুর ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়ে মৃতের পরিবার। আহত হয় হাসপাতালের কর্মরত দুজন পুলিশ কর্মী।কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ৭ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।