ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ে! ক্ষতিগ্রস্থ জামা-কাপড়ের গোডাউন
Massive fire breaks out in Darjeeling! Garment godown damaged

Truth Of Bengal: দার্জিলিঙে চৌরাস্তার কাছে নেহরু রোডে আগুন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে এই আগুন লাগে। আগুনের জেরে ক্ষতিগ্রস্থ জামা-কাপড়ের গোডাউন। এই আগুন লাগার ফলে গোডাউনটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। সাথে চারপাশ কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। এরপর এই আগুন দেখে এলাকাবাসীরা দমকল কর্মীদের খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
A #fire on Nehru Road, #Darjeeling, just next to the famed Mall, dotted with landmark heritage buildings and tourist attractions. Police have cordoned off the area and a fire engine has been pressed into action. Several tourists were seen editing the cordon, luggage in tow. pic.twitter.com/eeYflyGiPp
— Joyjeet Das (@joyjeetdas) January 23, 2025
এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় দমকল কর্মীদের প্রথমে বেগ পেতে হয়। পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনা সম্পূর্ণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তারা। আচমকা আগুন লাগায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর এখনও মেলেনি।