পুরুলিয়াগামী চলন্ত বাসে ভয়াবহ আগুন! দেখুন ভিডিয়ো
Massive fire breaks out in bus on Second Hooghly Bridge! Watch video

Truth Of Bengal: কলকাতা থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! চলতে চলতে হঠাৎ-ই আগুন ধরে যাওয়ার এই ঘটনায় রীতিমত আতঙ্কিত যাত্রীরা। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনেকেই পরিস্থিতি বুঝে উঠতে না পেরেজানলা থেকে লাফ দিয়ে রক্ষা পান যাত্রীরা। এতে আহতও হন অনেকে। ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে।
পুরুলিয়াগামী চলন্ত বাসে ভয়াবহ আ*গু*ন! দেখুন ভিডিয়ো pic.twitter.com/66Ri45BLLb
— TOB DIGITAL (@DigitalTob) April 18, 2025
দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ড সূত্রের খবর, পুরুলিয়াগামী যাত্রীবাহী বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসটিতে আচমকাই আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। সকলেই প্রাণভয়ে বাস থেকে লাফিয়ে নামতে থাকেন। চালক এবং কন্ডাক্টরও বাস থেকে লাফিয়ে নেমে পড়েন।
দাউ দাউ করে ব্রিজের ওপর জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে আসে। দমকলের ৪টি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়। পুলিশের দাবি, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু কি কারণে আগুন লাগল তা এখনও অস্পষ্ট। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।