মগরাহাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল
Massive fire breaks out at Mograhat station, Diamond Harbour branch train services suspended

Truth Of Bengal: সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে দক্ষিন ২৪ পরগনার মগরাহাটে। দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে স্টেশনের একাধিক দোকানে। আগুনের ঘটনায় বন্ধ রাখা রয়েছে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল।
মগরাহাট স্টেশনে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, দেখুন ভিডিয়ো pic.twitter.com/g47YPwUaTY
— TOB DIGITAL (@DigitalTob) March 31, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকা মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আগুন লেগে যায়। স্টেশন সংলগ্ন একটি মোবাইল দোকান থেকে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ত্রিপলের ছাউনি থাকার কারণে আশপাশের সমস্ত দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
আতশবাজি থেকে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনেকের দাবি। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। তারাও স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। দমকলেও খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা রীতিমত আতঙ্কিত।