কলকাতারাজ্যের খবর

ঠাকুরপুকুরে ব্যস্ত বাজারে চলন্ত গাড়ির ধাক্কায় আহত বহু, উত্তেজনা এলাকায়

Many injured after car hits busy market in Thakurpukur, tension in area

Truth Of Bengal: রবিবার সকালে ঠাকুরপুকুরের ব্যস্ত বাজারে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বাজারে ভিড়ের মধ্যে আচমকাই ঢুকে পড়ে একটি গাড়ি। ঝড়ের গতিতে গাড়িটি একের পর এক মানুষকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হন এই ঘটনায়।

ঘটনাটি ঘটে সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ। আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অনেকেই হালকা আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলায় রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে রয়েছে। তার উপর বাজারের ভিড় – ফলে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটলেও কাউন্সিলর ছন্দা সরকার কোনও পদক্ষেপ নিচ্ছেন না।

ঘটনার পর ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দুই জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাটি নিছকই অসাবধানতা, নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ—দুটোই ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles