রাজ্যের খবর

স্বরূপনগরে যুবককে গুলি করে জ্যাকেট নিয়ে চম্পট! পরে মৃত্যু হাসপাতালে

Man shoots young man in Swarupnagar, takes jacket, escapes! Later dies in hospital

Truth Of Bengal: স্বরূপনগরে সাতসকালে ফিল্মি কায়দায় শুট আউট! শুটআউটের জেরে প্রাণ হারান যুবক। প্রথমে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাড়িতে আশ্রয় নেয় আক্রান্ত যুবক। সেখানেও পিছু নেয় দুষ্কৃতীরা। আহত যুবকের গায়ের জ্যাকেট নিয়ে চম্পট দেয় তারা। পরে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপলে। এই ভয়ঙ্কর ঘটনায় রীতিমত আতঙ্কিত স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের বয়স ৩২, নাম ইসারুল গাজী। এদিন সকালে বাড়ি থেকে মোটরবাই নিয়ে স্বরূপনগরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ পিছন দিক দিয়ে দুটি মোটরবাইকে করে ছয় জন দুষ্কৃতী এসে ফিল্মি কায়দায় তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় এলাকার একটি বাড়িতে তিনি আশ্রয় নিলে তার শরীরে থাকা জ্যাকেট নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, মৃত ব্যক্তির কাছে হয়তো দামি জিনিস ছিল আর তা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যই তাকে গুলি করা হয়েছে। এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিত রয়েছে বলেও অনুমান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও চালাচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছ।

Related Articles