রাজ্যের খবর

বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, ভাঙড়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

Man arrested for allegedly raping woman by blackmailing her with secret video

Truth Of Bengal, Barsa Sahoo : গৃহবধূর গোপন ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল এর চেষ্টা। শুধু তাই নয়, একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে। অবশেষে সইতে না পেরে বধূ এবং তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। গৃহবধূ এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ঝুলি এখানেই শেষ নয়। অভিযোগ, নির্যাতিতা মহিলার স্বামীকেও খুনের হুমকি দিয়েছিল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা যায়, রাতে নিজের ঘরে শুয়ে ছিলেন গৃহবধূ। এরপর গোপনে বধুর ভিডিও তোলেন এক প্রতিবেশী যুবক। ভিডিওটি আপত্তিকর বলে জানায় বধু। সেই ভিডিও দেখিয়ে ওই বধুকে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ। ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হতো বধুকে। এছাড়াও একাধিকবার এই ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেছে অভিযুক্ত এমনটাই দাবি নির্যাতিতা এবং তার পরিবারের।

অভিযোগ, মহিলার স্বামী সম্পূর্ণ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত কে বাধা দিতে গেলে তার গলায় ছুরি ধরে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় যুবক। এরপরই গৃহবধূ এবং তার পরিবার থানার দ্বারস্থ হয়। পুলিশের কাছে তারা এটি লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, একদিকে যখন কুলতলীতে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য ঠিক তখনই ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এমতাবস্থায়, এই ধর্ষণের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায়।

Related Articles