রাজ্যের খবর

প্রেমিকাকে খুন করে মাটি চাপা দিল যুবক! নদীয়ায় তুমুল চাঞ্চল্য

man accused of killing and cremating lover at bhimpur in nadia

Truth Of Bengal: প্রেমিকাকে মেরে মাটি চাপা দিয়ে দিল যুবক! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল নদীয়ার ভীমপুর এলাকায়।

জানা যায়, গত ২১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা।  মেয়ে নিখোঁজ দেখে প্রথমে আত্মীয়-স্বজনের বাড়ি সহ এলাকার বিভিন্ন প্রান্তে খোঁজ করে পরিবার। পরে জানা যায়, নারায়ণপুরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর।

রবিবার একটি জায়গায় মাটি খুঁড়ে ওই মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতার প্রেমিককে। জানা যায়, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার খোঁজ পেয়েছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা ছিল ওই নাবালিকা। বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক তাকে খুন করেছেন।

সূত্রের খবর, মৃত নাবালিকা এবং ধৃত দুজনেরই বাড়ি ভীমপুর থানা এলাকায়। পেশায় রাজমিস্ত্রি ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে নাবালিকা।

পুলিশ মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে মেয়েটির প্রেমিকের খোঁজ পান। জিজ্ঞাসাবাদের পর সেই যুবক প্রেমিকার খোঁজ দেন। জেরায় অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন যে, প্রেমিকাকে খুন করে একটি জায়গায় পুঁতে দিয়েছেন তিনি। এরপর খোঁড়াখুঁড়ি করে দেহ উদ্ধার করে পুলিশ।

Related Articles