রাজ্যের খবর

দূরদর্শনের লোগোর রং বদল, গেরুয়াকরণে কমিশনে নালিশ মমতার

Mamtar complains to the commission about changing the color of Doordarshan's logo to ocher

The Truth Of Bengal : মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করে জানিয়েছেন, “কেন্দ্রে বিজেপি সরকারের আমলে সবকিছুর গেরুয়াকরণ করা হচ্ছে”। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এই রাজনৈতিক রং বদলের খেলা চলছে বলে সোশ্যাল মিডিয়ার মতোই প্রকাশ্য সভায় সরব হয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সরাসরি প্রচারমাধ্যম, সব জায়গায় বিরোধী স্বরকে রুদ্ধ করার প্রক্রিয়া চলছে বলে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে দূরদর্শনের লোগোর গেরুয়াকরণ নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তিনি কমিশনকে আর্জি জানিয়েছেন নির্বাচনের মাঝে দূরদর্শনের লোগোর রং বদল নিয়ে ব্যবস্থা নেওয়ার।

এরপর সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সারা দেশে নির্বাচনের  সময় আচমকা  দূরদর্শনের লোগোর গেরুয়াকরণে স্তম্ভিত। এটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি কাজ। জাতীয় সম্প্রচার সংস্থায় এই রাজনৈতিক প্রভাব কখনই গ্রহণযোগ্য হতে পারে না।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “নির্বাচনের সময় এখন তো লাগু রয়েছে আদর্শ আচরণ বিধি। কেন্দ্রে এখন কেয়ারটেকার সরকার। কিভাবে সেই সরকার এই গেরুয়াকরণ করার সুযোগ পেল।গেরুয়ার বদলে লোগোয় আগের নীল রং ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”

Related Articles