রাজ্যের খবর

মমতার জোড়া সভা বোলপুর ও বর্ধমানে,অসিত মাল ও কীর্তি আজাদের সমর্থনে প্রচার মুখ্যমন্ত্রীর

Mamata's twin meetings in Bolpur and Burdwan

The Truth of Bengal: আজ দুই আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে আজ বর্ধমান জেলার আউশগ্রামে জনসভা করবেন তিনি। সেখানে হাজির থাকতে পারেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। এ ছাড়া মমতা অন্য একটি সভা করবেন গলসিতে। সেখানে কীর্তি আজাদের হয়ে প্রচার করবেন তিনি। আজাদ বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী।

Related Articles