রাজ্যের খবর

‘চিন্তা করবেন না, পাশে আছি’, চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

Mamata's message standing by the jobless

The Truth of Bengal: চাকিরহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করে দিল আদালত। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। সেই চাকরিহারাদের পাশে আছেন বলে মমতা আশ্বস্ত করলেন রায়গঞ্জের সভা থেকে। মমতা বলেন, ‘২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাব, এমন বোমা। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি।

যত দূর দরকার, লড়াই করব। দেখলেন না সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। কাকে নিয়ে করবেন? বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বিচারক নিয়ে বলছি না। রায় নিয়ে বলছি। রায়কে চ্যালেঞ্জ করছি। ২৬ হাজার শিক্ষক মানে দেড় লক্ষ পরিবার। টাকা ফেরত চার সপ্তাহে কি সম্ভব?’ এই রায়কে বেআইনি বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ আমরা যাঁদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায় কেড়ে নিচ্ছেন। চিন্তা করবেন না শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা, আমরা পাশে আছি।’

Related Articles