শুভেন্দুর হুঙ্কারের কড়া জবাব মমতার, বাংলার বোমা ফাটবে বিজেপির বিরুদ্ধে
Mamata's harsh response to Shuvendur's threat, Bengal's bomb will explode against BJP

The Truth of Bengal: শনিবার মালদার সভায় শুভেন্দু অধিকারী হুঙ্কার দেন,আগামী সপ্তাহে বোমা পড়বে।বোমায় বেসামাল হবে তৃণমূল। শুভেন্দু অধিকারীর সেই হুঁশিয়ারির কড়া জবাব রবিবার বালুরঘাটের সভা থেকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,বিজেপি পুলওয়ামার মতো বোমা ফাটানোর চক্রান্ত করছে,আর বাংলার মানুষের ওঁদের বিরুদ্ধে পাল্টা বোমা ফাটাবে। প্রশ্ন তুলবে কোথায় গেল পিএমকেয়ারের টাকা? দূরদর্শন সহ সবকিছুর গেরুয়াকরণের তুমুল সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের বাজার গরম করতে হুঙ্কার দেন তিনি বোমা ফাটাবেন। শনিবার মালদার এক জনসভায় শুভেন্দু হুঁশিয়ারি দেন, “আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আগাম বলে রাখলাম। বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল কুলকিনারা পাবে না।বিরোধী দলনেতার সেই হুঙ্কারকে কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার বালুরঘাটের সভায় তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন কার বিরুদ্ধে বোমা ফাটাবেন? দেশের মানুষ জানতে চায়,পিএম কেয়ারের টাকা কোথায় গেল ? কী হল ভুরিভুরি প্রতিশ্রুতি ? মমতার প্রশ্নবাণ,এরআগে বিজেপি সবাইকে বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। কেউ টাকা পেয়েছেন? কোভিডের ইনজেকশন দিল। তাতেও প্রধানমন্ত্রীর ছবি।তাই তাঁর সতর্কবার্তা বিজেপি পুলওয়ামার মতো ষড়যন্ত্র করতে পারে। টার্গেট করতে পারে, তাঁর মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। প্রচারসভা থেকে তাঁর তোপ,বিজেপি বোমা ফাটালে বাংলার মানুষ কালীপটকায় জবাব দেবে।
কেন্দ্র আবাসে টাকা দিচ্ছে না।এরমধ্যে রাজ্যে ৪২লক্ষ আবাস হয়েছে,মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সবটাই রাজ্যের টাকায়।আরও ১১লক্ষ বাড়ি তৈরি করা হবে বলেও উত্তরবঙ্গের প্রচারের মঞ্চ থেকে কথা দেন তিনি। বিজেপির প্রচারকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো।তাঁর চ্যালেঞ্জ, সত্যি হলে কান মুলে ক্ষমা চাইবেন। সত্যি না হলে মিথ্যে বলবেন।রাজ্যের বিরোধী দলনেতার মতোই প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।বলেন, প্রধানমন্ত্রী কোনওদিন জবাব দেন না। দূরদর্শনে মন কি বাত, তিনি নিজেই বলেন, নিজেই শোনেন। কাউকে বলতে দেন না। আজ পর্যন্ত প্রেস মিট করতে দেখিনি ওঁকে। কেন দূরদর্শনের রং গেরুয়া করা হল,ভোটের মাঝে সেই প্রশ্নও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ১লক্ষ ৭৪হাজার টাকা দেয়নি।তবুও বাংলা উন্নয়নের চেষ্টা করছে।তার মাঝে বিজেপি বাংলার কিছু না করেও বোমা ফাটানোর হুঙ্কার দিয়ে রাজনীতির ফায়দা নিতে চাইছে। এবারের ভোটে বিজেপিকে বুঝে নেওয়ার জন্য জীবন বাজি রেখে তিনি লড়বেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।