ফের কোচবিহার যাচ্ছেন মমতা, কিন্তু কেন?
Mamata will go to Cooch Behar again on April 15

The Truth Bengal: আগামী ১৫ ই এপ্রিল ফের কোচবিহারে যাবেন মমতা। দলীয় প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে প্রচার সভা করবেন মমতা বন্দোপাধ্যায়।
কোচবিহারের রাসমেলা ময়দানে পরবর্তী জনসভা মমতার। মূলত, ১৯ শে এপ্রিল কেন্দ্রে নির্বাচন।দলীয় প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে বৃহস্পতিবার কোচবিহারে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী যে মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা আওয়াজ তোলেন সেই মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। নির্বাচনের ঠিক প্রাক্কালে ১৫ এপ্রিল সোমবার কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে দেখা যাবে।
বিজেপির নিশীথ প্রামানিক, একসময়ে তৃনমূলে থাকলেও একাধিক অভিযোগ ওঠায় দল তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে সোচ্চার ছিলেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের আপদ বিজেপির সম্পদ হয়েছে’। প্রধানমন্ত্রীর যে মাঠে সভা সেই মাঠেই আবার সোচ্চার হবেন মমতা।