আজ দিল্লি সফরে মমতা, নীতি আয়োগ এর বৈঠকে সরব হবেন বাংলার বকেয়া নিয়ে
Mamata on her visit to Delhi today, will attend the meeting of NITI Aayog on Bengal's arrears

The Truth Of Bengal : আজ দিল্লি সফরের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ এর বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই নীতি আয়োগ এর বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। ২৬ জুলাই তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।
এছাড়া মুখ্যমন্ত্রীর এই সফরে আরও কিছু রাজনৈতিক কার্যক্রম থাকা সম্ভাবনা।
সংসদে বাজেট অধিবেশন চলছে। তার আগে তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। কেন্দ্রের পেশ করা বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে আগেই অভিযোগ করেছেন মমতা। এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সংসদের ভিতরে বাজেটের ওপর আলোচনায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চড়া সুরে ভাষণ দিয়েছে। সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভেও তৃণমূল ছিল শীর্ষ ভাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে দলের সাংসদদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।