নয়া আলু ব্যবসায়ী সংগঠন তৈরিতে সবুজ সংকেত মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee gives green signal to form new potato traders' organization

Truth Of Bengal: জয় চক্রবর্তী: নতুন আলু ব্যবসায়ী সংগঠন তৈরিতে সবুজ সংকেত। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বেচারাম মান্না কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সংগঠনের নাম হচ্ছে প্রগ্রেসিভ পটাটো গ্ৰোয়ার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন। সূত্রের খবর, সংগঠন কে নিয়ে মানুষ ভুঁইয়ার সঙ্গে বেচারাম মান্নাকে আলোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আলুর দাম কেন বাড়ছে এটা নিয়ে উস্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই আলু ব্যবসায়ীদের আলাদা সংগঠন করার চিন্তাভাবনা হয়েছিল দলীয় স্তর থেকে। আমজনতা ন্যায্য মূল্যে যাতে আলু পায় তার জন্য রাজ্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। নয়া আলু ব্যবসায়ী সংগঠন করার বিষয়টি নিয়ে তখন থেকেই ভাবনা চিন্তা উঠে। সেই ভাবনা চিন্তায় কার্য তো সীলমোহর মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি উপদেষ্টা কমিটির কথা ও বলা হয়েছে। শোভন দেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার, শিউলি সাহা, মানুষ ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো সহ বেশ কয়েকজনকে রাখা হচ্ছে উপদেষ্টা কমিটিতে বলেই নবান্ন সূত্রে খবর।